ফেডারেশন কাপের গ্রুপ পর্বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে দাপুটে জয় পেয়েছে আবাহনী লিমিটেড ঢাকা। কিংস অ্যারেনায় মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে চট্টগ্রামের দলটিকে ৩-০ গোলে হারিয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা।
আবাহনী লিমিটেড শুরু থেকে দাপট দেখাতে থাকে। তবে প্রথম ভালো সুযোগটি অবশ্য পেয়েছিল চট্টগ্রাম আবাহনীই। ২৫তম মিনিটে প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে যান জাহেদুল আলম, কিন্তু এই ফরোয়ার্ডের শট আটকে দেন আরেক ডিফেন্ডার মিলাদ শেখ সুলেমানি। ১৫ মিনিটে ঢাকা আবাহনী গোলের ভালো সুযোগ পায়। অভিষিক্ত ব্রুনো রোকার ফ্রি-কিক থেকে এক খেলোয়াড়ের হেড পোস্টের কোণে লেগে প্রতিহত হয়েছে।
ম্যাচের ৪৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী লিমিটেড ঢাকা। বক্সের বাইরে থেকে একজনকে ডজ দিয়ে জায়গা করে জোরালো শটে নেন ব্রুনো। ঝাঁপিয়ে পড়েও এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট ফেরাতে পারেননি গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
বিরতির পরও আবাহনী লিমিটেডের দাপট অব্যাহত থাকে। ৪৮ মিনিটে বাড়ে ব্যবধান। মাঝমাঠের একটু উপর থেকে আক্রমণের শুরু এমেকার পা থেকে। অনেকটা এগিয়ে মেরাজ হোসেনকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। ফিরতি বল পেয়ে আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন তিনি। ৮৩ মিনিটে আবাহনী লিমিটেডের স্কোর ৩-০ করেন ওয়াশিংটন। মেহেদী হাসান রয়েলের থ্রু পাস অফসাইডের ফাঁক গলে বেরিয়ে নিয়ন্ত্রণে নেন তিনি। সেখান থেকে কোনাকুনি শট খুঁজে পায় ঠিকানা। এতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ধানমন্ডির জায়ান্টরা।
দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মঙ্গলবার ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান। ম্যাচের ৬৬তম মিনিটে আসে প্রথম গোল । ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন সুলেমানে দিয়াবাতে, নিখুঁত প্লেসিং শটে সৌরভ দেওয়ান নিখুঁত প্লেসিং শটে খুঁজে নেন জালের ঠিকানা। ৬৯তম মিনিটে বক্সের বেশ বাইরে থেকে দৃষ্টিনন্দন ফ্রি কিকে সুজনকে পরাস্ত করেন উজবেকিস্তানের ফরোয়ার্ড ভালিজনোভ ওতাবেক। এতে ম্যাচে সমতা ফিরে। তবে ৮৫তম মিনিটে মোহামেডানের পক্ষে জয়সূচক গোল করেন জাফর ইকবাল। তীর্থের ক্রসে ছয় গজ বক্সের ভেতর থেকে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন তিনি।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে আবাহনী-মোহামেডানের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি আবাহনী-মোহামেডান ঢাকা ডার্বিতেই ঠিক হবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কোন দল।