নতুন চার মুখ নিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে) ।

দলে ডাক পাওয়া নতুন চারজন হলেন বসুন্ধরা কিংসের হয়ে খেলা ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান, উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজা এবং পুলিশ এফসির মিডফিল্ডার নাজমুল হাসান ও ফরোয়ার্ড এম এস বাবলু। অন্যদিকে নতুনদের পাশাপাশি ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড আব্দুল্লাহ এবং বসুন্ধরা কিংসের দুই মিডফিল্ডার মাশুক মিয়া জনি এবং আতিকুর রহমান ফাহাদ।

আগামী মাসে ৭ তারিখে গাজীপুরের সারা রিসোর্টে ডাক পাওয়া ৩৬ ফুটবলারকে নিয়ে জাতীয় দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে। ন্যাশনাল টিমস কমিটির কো- চেয়ারম্যান তাবিথ আউয়াল জানান, “চারটি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। ক্যাম্পে ইনজুরি কিংবা অসুস্থ হলে তখন যেন বদলি কাউকে নেওয়া যায় সেজন্যই ৩৬ জনের প্রাথমিক দল গঠন করা হয়েছে। কোচ একমাসের মধ্যে খেলোয়াড় সংখ্যা ২৫ জনে নামিয়ে আনবেন। এছাড়া আমরা বিশ্বকাপ বাছাইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারি।”

প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলাররা হলেন-

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াছিন আরাফাত, কাজী তারিক রায়হান ও মনজুরুর রহমান মানিক।

মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোহাম্মদ আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও নাজমুল ইসলাম রাসেল।

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আবদুল্লাহ, এম এস বাবলু ও সুমন রেজা।

Previous articleবাফুফে’র কোচিং লাইসেন্স সার্টিফিকেট প্রদান
Next articleপুলিশ এফসি’র সভাপতি হলেন মারুফ হাসান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here