ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ১-০ গোলে জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
ম্যাচের মাত্র ৯ম মিনিটেই সুযোগ পায় ভারত। সুলান জানা বক্সের ভেতরে বল পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। ১২তম মিনিটে নেহার বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার স্বর্ণারানী মন্ডল বাঁ দিকে ঝাঁপিয়ে বলের দিক পরিবর্তন করে গোল বাঁচান। ৪৪ মিনিটে আবারও সুযোগ পান ভারতের নেহা। বক্সে ঢুকে কোনাকুনি শট নিলেও তা সরাসরি গোলকিপারের হাতে জমা পড়ে।
বিরতির পর লড়াইয়ে ফিরে বাংলাদেশ। ৭১তম মিনিটে সুযোগ কড়া নাড়ে বাংলাদেশের দুয়ারে। স্বপ্নার কর্নারে বল বাঁক খেয়ে ছুটছিল গোল মুখে, ভারত গোলরক্ষক অনিকা দেবী কোনোমতে ক্লিয়ার করেন। ৮৬ তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্টের হতাশায় পুড়তে হয় বাংলাদেশকে। একক প্রচেষ্টায় আক্রমণে ওঠা মুনকি গোলরক্ষক অনিকাকে একা পেয়েও তার গায়ে মেরে বসেন।
যোগ করা সময়ে এসে কাক্ষিত গোল পায় স্বাগতিকরা। আফিদা বক্সের উপর থেকে লং পাস বাড়ালে ভারতের রক্ষণভাগের দুই জনের ফাঁক গলে বল নিয়ে বেরিয়ে যান সাগরিকা। এরপর নিখুঁত শটে গোরক্ষকের পাশ দিয়ে খুঁজে নেন জাল। এতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এতে দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬। ভারতের পয়েন্ট ৩। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে মঙ্গলবার ভুটানের বিপক্ষে। ভারতের প্রতিপক্ষ নেপাল।