বাংলাদেশ জাতীয় নারী দলের প্রীতি ম্যাচ বাতিল হওয়া যেন একটি নিয়ম হয়ে দাড়িয়েছে। বার বার ম্যাচ বাদের তালিকার এবার যুক্ত হলো ফিলিস্তিন।
ফেব্রুয়ারিতেই ফিলিস্তিনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল সাবিনাদের। কিন্তু হঠাৎ করেই ফিলিস্তিন ম্যাচ খেলতে অপারগতা জানিয়েছে। তাই এই মাসে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের মেয়েদের। মূলত ফিলিস্তিনের সম্মতিতেই ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এখন তারা আসতে না চাওয়ায় পুরো পরিকল্পনাই ভেস্তে গিয়েছে। মূলত ফিলিস্তিন তাদের অঞ্চলেই ম্যাচ খেলতে চায়। তবে এপ্রিলে ফিফা প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে বাফুফে।
গেল ডিসেম্বর ঢাকায় দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলেছিলো সাবিনারা। সিঙ্গাপুরকে সেই দুই ম্যাচে ৩-০ ও ৮-০ গোলে পরাজিত করেছিলো স্বাগতিকরা।