বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়েছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায় পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।
নোফেল স্পোর্টিং ক্লাব ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের মধ্যকার ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে আসিফের গোলে লিড নেয় পিডব্লিউডি। এর মিনিট পাঁচেক পর দিদারুলের গোলে জয় নিশ্চিত হয়ে যায় পিডব্লিউডির।
এরপর ওয়ারী ও ফরাশগঞ্জের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচেও গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধেও গোলশূন্য সমতার দিকে এগোনো ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেন ফরাশগঞ্জের সুজন। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে তার গোলেই পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় ফরাশগঞ্জ।