কদিন আগেই কমলাপুরে নাটকীয় এক ঘটনার সাক্ষী হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। ফাইনালে টাইব্রেকারের পরও সমতা থাকায় টস করে শিরোপা ভারতকে দিয়ে দেওয়া হয়। কিছু বুঝে ওঠার আগে ম্যাচ কমিশনারের এমন কাণ্ড কিছুতেই মেনে নেয়নি বাঘিনীরা। পরে অবশ্য বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সাফের আরো একটা বয়সভিত্তিক আসরে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

আগামী ১ থেকে ১০ মার্চ নেপাল অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ। সে লক্ষ্য আগামীকাল নেপালের উদ্দেশ্যে রওনা হবে সাইফুল বারী টিটু শিষ্যরা। এই আসরেও অংশ নেবে ভারত, বাংলাদেশ, ভুটান ও নেপাল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টে সর্ব্বোচ পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের বিপক্ষে ২ মার্চ। পরের ম্যাচ ৫ মার্চ, প্রতিপক্ষ ভারত। ৮ মার্চ মুখোমুখি হবে ভুটানের। ১০ মার্চ ফাইনাল।

নেপাল যাত্রার আগে আজ (মঙ্গলবার) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু জানান শিরোপা জয় বেশ কঠিন হবে। তাছাড়া দলের প্রস্তুতিও যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, ‘দলের সবার মধ্যে রসায়নটা তৈরি করতে যে সময়টা দরকার, যেমন এখানে ৬ জন ফুটবলার অনেক দিন ধরে অনুশীলন করছে, ওদের ৬ মাসের মতো পেয়েছি। কিন্তু অন্যদের একদমই পাইনি। এখানে ১ মাসের মতো সময় পেয়েছি। এটুকু প্রস্তুতি আমাদের জন্য যথেষ্ট না।’

যথেষ্ট প্রস্তুতি নিয়ে আক্ষেপ থাকলেও দলের উপর আস্থা রাখছেন কোচ। সময়ের সঙ্গে তার দল ভালো করবে জানিয়ে টিটু বলেন, ‘এই দলে অনেক প্রতিভাবান ফুটবলার আছে। সময়ের সঙ্গে সঙ্গে যারা নিজেদের মেলে ধরবেন। বেশ কিছু ফুটবলারের খেলা ভালো লেগেছে আমার। সেই হিসেবে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য হলেও দলীয় রসায়নটা এখনও পাবো না। তবে একসঙ্গে মাঠে নেমে ওরা ভালো কিছু করেও ফেলতে পারে। এজন্য আমাদের প্রথম ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ।’

Previous articleঅবশেষে বিপিএল খেলা হচ্ছে মিরাজুল-ইমরানদের!
Next articleফিলিস্তিনকে মোকাবেলায় যাদের উপর আস্থা রাখছেন ক্যাবরেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here