বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ন দুই ম্যাচে শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ২১ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ দুইটি। এই দুই ম্যাচের জন্য প্রস্তুতি নিতে এখন সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ দল। গতকাল আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ারা। ফিফা র্যাংকিংয়ে ১২৭তম স্থানে থাকা সুদানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। তবে ফলাফল ছাপিয়ে ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি ঝড়ছে হেড কোচ হাভিয়ের ক্যাবরেরার কণ্ঠে।
বাংলাদেশের মত সুদানও সৌদি আরবে ক্যাম্প করছে। সে সুবাদে দুই দলের সমঝোতায় প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। সুদানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেন,
‘ফলাফল কোনো বিষয় না এই ধরনের ম্যাচে। আমাদের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা দেখাই ছিল মুল বিষয়। খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট আমরা সঠিক পথেই রয়েছি৷’
ফিলিস্তিনের বিপক্ষে দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে অনুশীলন ক্যাম্প করছেন ক্যাবরেরা। গতকালের ম্যাচে ২৫ জন ফুটবলারকে খেলার সুযোগ দিয়েছেন তিনি। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ জানিয়েছেন সবার পারফরম্যান্সেই সন্তুষ্ট তিনি। এদিকে সুদানের বিপক্ষে আগামী ১৪ মার্চ আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচটিও হবে ক্লোজডোর।