কুয়েতের প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বর্তমানে কুয়েতে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে সৌদি আরবে নিজেদের অনুশীলন ক্যাম্প করেছিলো হ্যাভিয়ার ক্যাবররার শিষ্যরা। আজ ১৭ ই মার্চ সৌদি আরব ছেড়ে কুয়েতের উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ৬ টার সময় কুয়েত পৌঁছায় তারা। সেখানে পৌঁছালে প্রবাসী বাংলাদেশীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানায়।
বিশ্বকাপ বাছাইয়ে আগামী ২২ এবং ২৬ শে মার্চ ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। আরব-ইসরাইল সমস্যার কারণে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত হচ্ছে বাংলাদেশের এওয়ে ম্যাচ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে কুয়েতকে নির্ধারণ করা হয়েছিলো। উক্ত ম্যাচকে সামনে রেখে আজ কুয়েত পৌঁছেছে জামাল-রাকিবরা।
ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে সুদানের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলছিলো বাংলাদেশ। প্রথম ম্যাচে সুদানের সাথে গোলশূন্য করেছিলো বেঙ্গল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে সুদানের কাছে ৩-০ গোলে পরাজিত হয়।
ফিলিস্তিনের আগে বিশ্বকাপে বাছাইপর্বে আরো দুইটি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে লেবাননের সাথে ১-১ গোলে ড্র করে। বাংলাদেশের এবারের প্রতিপক্ষ ফিলিস্তিন। আগামী ২২ শে মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর আগামী ২৬ শে মার্চ ঘরের মাঠে ফিরতি লেগে ফিলিস্তিনের মুখোমুখি হবে তারা।