রাত পোহালেই বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২ টায় কুয়েতে শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। ফিলিস্তিনকে মোকাবেলায় সৌদি আরবে প্রায় ২০ দিনের ক্যাম্প এবং সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি খেলেছে বাংলাদেশ। এবার মূল লড়াইয়ে নামার অপেক্ষা। আর এই লড়াইয়ের আগে দলের অন্যতম বড় ভরসা রাকিব হোসেন জানিয়েছেন নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি আর লক্ষ্যের কথা।
সাম্প্রতিক সময়ে দারুন ফর্মে রয়েছেন রাকিব হোসেন। ক্লাবের সঙ্গে জাতীয় দলেও নিজের সামর্থ্যের প্রমাণ রাখছেন তিনি। তাই ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে রাকিবের কাঁধে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার গুরু দায়িত্ব থাকবে। ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামার আগে রাকিব হোসেন জানিয়েছেন,
“একসাথে অনেকদিন প্র্যাকটিস করেছি। তো কোচ আমাদেরকে সবকিছু নিয়েই… ডিফেন্ডিং, অ্যাটাকিং – সবকিছু নিয়েই প্র্যাকটিস করিয়েছে। তো আমরা ফরোয়ার্ড হিসেবে যদি সুযোগ পাই… ভালো সুযোগ পাই, গোল করার চেষ্টা করবো।”
এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন নামে ভারে অনেকটাই এগিয়ে। সবশেষ এশিয়ান কাপেও রাউন্ড অফ সিক্সটিনে খেলেছে তারা। তাই তাদের বিপক্ষে সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছে কোচিং স্টাফের সদস্যরা। এ বিষয়ে রাকিব বলেন,
“কোচ এগুলো নিয়ে কাজ করতেছে। আজকেও আমাদের ভিডিও সেশন ছিল ওদের শক্তি ও দুর্বলতা নিয়ে। তো ওরা (ফিলিস্তিন) অনেক শক্তিশালী দল আমরা জানি। আমরা চেষ্টা করবো যত ভালো কিছু করা যায় এবং আমরা ফরোয়ার্ডরা সুযোগ পেলে গোল করার চেষ্টা করবো।”
এদিকে ফিলিস্তিনকে সমীহ করলেও নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন রাকিব।একইসঙ্গে কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঠে এসে সমর্থন যোগাতে আহ্বান জানান তিনি,
“আমরা অনেকদিন একসাথে আছি। অনেক নতুন প্লেয়ার আছে এবং একসাথে প্র্যাকটিস করার জন্য ভালো একটা বোঝাপড়া তৈরি হয়েছে। এগুলা ম্যাচে কাজে দিবে। এখনকার আবহাওয়া আর সৌদি আরবের আবহাওয়া অনেকটাই একই… ঠাণ্ডা আবহাওয়া। ইনশাআল্লাহ্ এটা ম্যাচে আমাদের অনেক কাজে দিবে।”