গত ২০২২-২৩ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছিল বাংলাদেশ পুলিশ এফসি। কিন্তু এবারের লিগের প্রথম লেগে নিজেদের যাত্রাটা ভালো হয়নি পুলিশের। ৯ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে ১০ দলের লিগে ৭ম স্থানে রয়েছে দলটি। তাইতো মধ্যবর্তী দলবদলে নতুন ফুটবলার দলে ভিড়িয়েছে পুলিশ এফসি। পানামা জাতীয় দলে খেলা তরুণ স্ট্রাইকার লিওনেল তেজাদা দ্বিতীয় লেগে পুলিশের জার্সিতে মাঠে নামবেন।
পানামার বয়সভিত্তিক দলে খেলা তেজাদা জাতীয় দলের হয়ে খেলেছেন ১টি ম্যাচ। গত বছর মাত্র ২০ বছর বয়সে গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে পানামার জার্সিতে অভিষিক্ত হন তিনি। এরপর অবশ্য জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পাননি তিনি। ক্লাব ক্যারিয়ারে পানামা টপ টায়ারের দুই ক্লাব প্লাজা আমাদর এবং আরাবে উনিদোর হয়ে খেলেছেন তিনি। সবশেষ মৌসুমে পানামার লিগে ১১ ম্যাচ খেলে ৩ গোল করেছেন তেজাদা।
চলতি লিগে ৯ ম্যাচে মাত্র ১১ গোল করেছে পুলিশ এফসি। তাই নিজেদের গোল খরা কাটানোর সঙ্গে পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থান থেকে আরো উপরে উঠে আসার লক্ষ্যেই লিওনেল তেজাদাকে দলে ভিড়িয়েছে পুলিশ। এবার দেখার পালা বাংলাদেশের ফুটবলে নিজের দক্ষতার প্রমাণ রাখতে পারেন কিনা তরুণ এই স্ট্রাইকার।