করোনার ভাইরাসের ভয়াল থাবা এখন ফুটবল প্রাঙ্গনে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের বাকি চার ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার নির্ধারিত সময় বেধে দেওয়া থাকলেও তা যথা সময়ে ফুটবলারদের নিয়ে শুরু করা সম্ভব হচ্ছে না।
ক্যাম্প শুরুর পূর্বে দুইবার করোনা পরীক্ষা করা ছিল খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক। প্রথম দফায় ব্যক্তি উদ্যোগে করোনা পরীক্ষা করলে দলের অনেক খেলোয়াড়ের ফলাফল নেগেটিভ আসে। কিন্তু দ্বিতীয় দফায় বাফুফের তত্ত্বাবধানে করোনা পরীক্ষা করালে দুই দিনে ১৮ জন খেলোয়াড়ের ফলাফল পজিটিভ আসে। তবে শেষের দিনের করোনা পরীক্ষায় স্বস্তির নিশ্বাস ফেলেছে বাফুফে কর্মকর্তারা। ৬ জন ফুটবলারের পরীক্ষা করালে ৬ জনেরই ফলাফল নেগেটিভ আসে।
সাথে দলের ম্যানেজার,বাস ড্রাইভার ও তার সহকারীর পরীক্ষা করালে তারও ফলাফল নেগেটিভ আসে। শেষ দিনে রিপোর্ট করার কথা ৭ ফুটবলারের। এর মধ্যে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের জ্বর থাকায় আসেননি বগুড়া থেকে। বাকি ৬ জন আশরাফুল ইসলাম রানা, মামুনুল ইসলাম, তৌহিদুল আলম সবুজ, তপু বর্মন, ইয়াসিন খান ও রায়হান হাসান সকালে বাফুফে ভবনে রিপোর্ট করেন। ৩০ ফুটবলারের মধ্যে ১২ জনের করোনা নেগেটিভ এসেছে। একজনের এখনো পরীক্ষা বাকি। দুই জন আছেন দেশের বাইরে।