বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ ২০২৩-২৪ এর ১১ তম রাউন্ডের খেলায় বড় জয় পেয়েছে বাফুফে এলিট ফুটবল একাডেমি। উত্তরা ফুটবল ক্লাবকে ৫-০ ব্যবধানে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। দিনের অন্য ম্যাচে নোফেল এসসি ও ফকিরেরপুল ইয়াং ম্যান্স ক্লাব গোল শূন্য ড্র করে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে দুই গোলের লিড নেয় এলিট একাডেমি। ৩৪ মিনিটে রিফাত ও ৪৫ মিনিটে রিপন গোল করে। দ্বিতীয়ার্ধে আরো ভয়ঙ্কর হয়ে উঠে পিটার বাটলারের দল। দুই মিনিটের ব্যবধানে এলিটের পক্ষে জোড়া গোল করে লিড ৪-০ করে শাহেদ। এরপর ৮৮ মিনিটে উত্তরার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফয়সাল। গত কয়েক ম্যাচ যাবত ছন্দ হারানো এলিট ঈদের ছুটির আগে আবারো নিজেদের ফিরে পাওয়ায় স্বস্তি এসেছে দলটির ক্যাম্পে।
এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৪ নাম্বারে অবস্থান করছে বাফুফে এলিট ফুটবল একাডেমি। অন্যদিকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা উত্তরা যেন অবনমনের ক্ষণ গুনছে।
এদিকে নোফেলের সাথে ড্র করে হোঁচট খাওয়া ফকিরেরপুল ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নাম্বারে রয়েছে, আজ জিতলে তাদের সামনে শীর্ষে উঠার সুযোগ ছিলো। ১২ পয়েন্ট নিয়ে নোফেল রয়েছে ৬ নাম্বারে।