গ্রীষ্মের খরতাপে জনজীবন বিপন্ন হলেও মাঠে ঠিকই এগিয়ে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। আজ ১২তম রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়েছে টেবিলের শীর্ষ দুই দল বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফর্টিস এফসির বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের জয় ১-০ গোলে। অপরদিকে তলানিতে থাকা ব্রাদার্সের জালে গুনে গুনে ৮ গোল দিয়েছে মোহামেডান। অধিনায়ক সুলেমান দিয়াবাতে একাই করেছেন ৫ গোল!
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দলের প্রাণ ভোমরা রবসন রবিনহোকে ছাড়াই মাঠে নামে বসুন্ধরা কিংস। ম্যাচের শুরু থেকে দুই দলই খেলতে থাকে মন্থর ফুটবল। তবে ম্যাচের ২৩তম মিনিটে ডরিয়েলটন গোমেজের পাস থেকে দুর্দান্ত গোলে কিংসকে এগিয়ে দেন আরেক ব্রাজিলিয়ান মিগুয়েল দামাসেনো। এরপর লিড বাড়াতে চাপ বৃদ্ধি করে কিংস। তবে প্রথমার্ধে কাজের কাজ হয়নি। প্রতিপক্ষ ফর্টিস এফসিও চেষ্টা চালায় ম্যাচে ফিরতে। তবে তাদের চেষ্টাগুলোকেও রুখে দেয় কিংসের রক্ষণভাগ।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও একই গতিতে এগিয়ে যায় ম্যাচ। গোলের চেষ্টা করেও আর সফল হয়নি বসুন্ধরা কিংস। অপরদিকে চেষ্টা চালিয়েও সমতায় ফিরতে পারেনি ফর্টিস। ফলে শেষ পর্যন্ত ১ গোলের লিড ধরে রেখে পূর্ন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কিংস। এই জয়ে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো কিংস। আর সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ফোর্টিসের অবস্থান ৬ষ্ঠ স্থানে।
এদিকে দিনের আরেক ম্যাচে ময়মনসিংহে গোল উৎসব মেতে উঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের ৩৪তম মিনিটে গোল উৎসবের শুরু করেন শাহরিয়ার ইমন। এরপর ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। এরপর প্রথমার্ধের ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় গোলের সঙ্গে দলকে ৩ গোলের লিড এনে দিয়ে বিরতিতে নেন দিয়াবাতে।
দ্বিতীয়ার্ধেও গোলের নেশায় উন্মত্ত হয়ে থাকে মোহামেডান। ৬৮তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াবাতে। এর মিনিট চারেক পর আবারো ব্রাদার্সের জালে বল পাঠান তিনি। এরপর ৭৫তম মিনিটে স্কোরশিটে নাম তুলেন বদলি নামা জুয়েল মিয়া। ৮৭তম মিনিটে দলের ৭ম গোলটি করেন ইমানুয়েল টনি। আর ৮৯তম মিনিটে নিজের ৫ম গোলের সঙ্গে দলের ৮-০ গোলের বড় জয় নিশ্চিত করেন দিয়াবাতে।
এই জয়ে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই রইলো মোহামেডান। আর মাত্র ৩ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা ব্রাদার্স অবনমনের আরো কাছে চলে গেলো।