বাংলাদেশের ফুটবলের নতুন পোস্টার বয় শেখ মোরসালিন। অভিষেকের পর থেকেই জাতীয় দলের হয়ে দুর্দান্ত সব মুহূর্ত উপহার দিয়েছেন তরুণ এই মিডফিল্ডার। একইসঙ্গে পাল্লা দিয়ে তার ক্লাব বসুন্ধরা কিংসের হয়েও আলো ছড়ান তিনি। কিন্তু ইনজুরিতে লম্বা সময় মাঠে বাইরে ছিলেন মোরসালিন। অবশেষে ইনজুরি কাটিয়ে চার মাসের বেশি সময় পর মাঠে ফিরলেন তিনি।
গত বছরের ১১ ডিসেম্বর এএফসি কাপে বসুন্ধরা কিংসের হয়ে মাঠে নামার পর আর মাঠে নামা হয়নি মোরসালিনের। মাঝে কিংসের জার্সিতে মিস করেছেন অনেকগুলো ম্যাচ। জাতীয় দলের হয়েও বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারেননি। ডান পায়ে ইনজুরিতে ভুগছিলেন মোরসালিন। শট নিতে হচ্ছিল সমস্যা। এরপর চিকিৎসার জন্য তাকে কলকাতায় পাঠায় বসুন্ধরা কিংস। সেখান থেকে ফিরে পুনর্বাসন সম্পন্ন করে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান তিনি।