দেখতে দেখতে শেষ হওয়ার পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুম। আর মাত্র ৪ রাউন্ড পরই পর্দা নামবে এবারের লিগের। তবে ৩ রাউন্ড আগেই লিগ শিরোপার নিষ্পত্তি হয়ে যেতে পারে। সমীকরণ মেলাতে পারলে ৩ ম্যাচ হাতে রেখেই পঞ্চম লিগ শিরোপা ঘরে তুলতে পারে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের কাগজে কলমে এখনো চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকলেও আদতে সেটা বেশ লম্বা পথ!
এখন পর্যন্ত ১৪ ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৩৭। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের সংগ্রহ ২৮ পয়েন্ট। কিংসের পরবর্তী ম্যাচ মোহামেডানের বিপক্ষেই। ওই ম্যাচে কিংস জিতলে ৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম শিরোপা উল্লাসে মাতবে। বাকি তিন ম্যাচ হারলেও তাদের অন্য কোনো দল স্পর্শ করতে পারবে না।
১১ মে ময়নমসিংহের রফিকউদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচটি ড্র হলেও শিরোপা অনেকটা নিশ্চিতই থাকবে কিংসের। কারণ পরবর্তী তিন ম্যাচ কিংস হারলে এবং মোহামেডান জিতলে তখন দুই দলের সমান ৩৮ পয়েন্ট হবে। সেক্ষেত্রে শিরোপা নির্ধারণ হবে প্লে-অফে। যদিও কিংসের এত জটিলতার মধ্যে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।
তাইতো ময়মনসিংহে মোহামেডানকে হারিয়ে সব সমীকরণের ইতি টেনে পঞ্চম লিগ শিরোপা ঘরে তুলতে চাইবে কিংস। এছাড়া প্রথম লিগে ঘরের মাঠে হারের প্রতিশোধও নিতে চাইবে অস্কার ব্রুজন শিষ্যরা। অপরদিকে প্রতিপক্ষ মোহামেডান পয়েন্টে পিছিয়ে থাকলেও, লিগে এখনো হারের স্বাদ পায়নি। তাই অসম্ভবকে সম্ভব করে তারাও শিরোপার স্বাদ পেতে চাইবে। তাই শেষ দিকে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের উত্তেজনা যে বেশ কয়েকগুণ বেড়ে গিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।