বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পঞ্চম শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। লিগ শেষ হতে আরো দুই রাউন্ড বাকি থাকলেও গতকাল নিজেদের শেষ হোম ম্যাচে শিরোপা বুঝে পেয়েছে দলটি। কিংসের হাতে শিরোপা তুলে দিয়েছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা পাপন এবার ক্রীড়াঙ্গনের অভিভাবক। বসুন্ধরা কিংসের নিজস্ব অর্থায়নে নির্মিত বসুন্ধরা কিংস অ্যারেনায় গিয়ে মুগ্ধ তিনি। এ ছাড়াও বসুন্ধরা গ্রুপের অর্থায়নে প্রায় ৩৫০ বিঘা জমিতে গড়ে তোলা হচ্ছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স।পুরস্কার বিতরনী অনুষ্ঠানের পর তিনি বলেন,
‘স্টেডিয়ামটা পুরোপুরি দেখা হয়নি। তবে বাইরের থেকে যেটা বুঝছি স্টেডিয়ামটা খুবই সুন্দর। মাঠ তো অবশ্যই ভালো। ভেতরের ফ্যাসিলিটিজগুলো কেমন আমি জানি না। তবে আমি নিশ্চিত তারা (বসুন্ধরা কিংস) যেহেতু বানিয়েছেন আন্তর্জাতিক মানেরই বানিয়েছেন।’
নাজমুল হাসান পাপন মনে করেন, বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগ দেখে অন্যরাও এগিয়ে আসবে। সব কিছুতে সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না উল্লেখ করে তিনি বলেন,
‘ক্লাবগুলোকেই নিজস্ব ফ্যাসিলিটিজ তৈরি করতে হবে। ফুটবল বলেন ক্রিকেট বলেন, ওদের (বাইরের দেশে) ওখানে গিয়ে দেখেন, ওদের কী ফ্যাসিলিটিজ আছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ক্লাবগুলো ওই জায়গায় আসেনি। বসুন্ধরা এরকম একটা নতুন শুরু করল। এটা দেখে আমি মনে করি অন্য যারা আছে উদ্বুদ্ধ হবে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, তাদেরও এগিয়ে আসতে হবে।’
দেশের ফুটবলের পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বসুন্ধরা কিংস। শিরোপার জন্য বাকিরা তেমন লড়াই করতে পারছে না। তাইতো টানা পঞ্চম লিগ শিরোপা ঘরে তুলেছে তারা। কিংসকে কৃতিত্ব দিয়ে পাপন বলেন,
‘বসুন্ধরা কিংস একাই নয়, অন্যরাও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়েছে। বসুন্ধরা ভালো খেলেছে, তাই চ্যাম্পিয়ন হয়েছে। তাই কৃতিত্বটা বসুন্ধরার। এই প্রতিযোগিতাটা যত বাড়বে তত খেলার মান বাড়বে।’