অনেকদিন পর মাঠে ফিরেও করোনা মহামারীর জন্য স্থগিত করে দেয়া হয় মহিলা ফুটবল লীগ। তবে নভেম্বরের প্রথম সপ্তাহে আবারো মহিলাদের খেলা মাঠে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইতিমধ্যে সবগুলো দলকে চিঠি দিয়েছে তারা।
অনেক অপেক্ষার পর ২০১৯-২০ মহিলা ফুটবল লীগ শুরু হলেও মাত্র পাঁচ রাউন্ড খেলা হওয়ার পর লীগ স্থগিত করতে বাধ্য হয় বাফুফে। করোনা মহামারীতে প্রায় পাঁচ মাস খেলা বন্ধ। তবে ইতিমধ্যে সরকার থেকে সবুজ সংকেত পেয়েছে বাফুফে। তাই সবার আগে নভেম্বরে মহিলা লীগ দিয়েই ঘরোয়া ফুটবল পুনরায় চালু করতে চায় তারা। দলগুলোকে নভেম্বরের প্রথম সপ্তাহে খেলা শুরু সম্ভাব্য সময় দিয়ে প্রস্তুত হতে বলেছে তারা।
স্থগিত হওয়ার আগে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়ী হয়ে লীগ জয়ের আগাম ইঙ্গিত দিয়ে রেখেছে বসুন্ধরা কিংস। চারটি করে ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাসরিন স্পোর্টস ক্লাব এ সাত পয়েন্ট নিয়ে তিনে এফসি উত্তরবঙ্গ।