এবারে ২০২৪-২৫ মৌসুম থেকে এশিয়ান ক্লাব ফুটবলে তিনটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট গুলো হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এবং এএফসি চ্যালেঞ্জ লিগ। তবে ক্লাব র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ায় বাংলাদেশি ক্লাব খেলবে সবচেয়ে নিম্ন স্তর এএফসি চ্যালেঞ্জ লিগে। তবে সেখানে মিলেছে স্বস্তির খবর।
খবরটি হলো, এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেলার কথা থাকলেও এখন সরাসরি গ্রুপ পর্বেই খেলবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ক্লাবটি। লিগ চ্যাম্পিয়ন হওয়ায় এবারও বসুন্ধরা কিংসই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি। এএফসির নতুন পরিকল্পনা অনুযায়ী এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেলার কথা ছিল বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নদের। তবে নির্ধারিত সময়ে বেশ কয়েকটি দেশের ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন না করায় সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পাচ্ছে বসুন্ধরা কিংস।
আগামী ১৩ আগষ্ট অনুষ্ঠিত হবে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচ। এরপর ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর সেন্ট্রালাইজড ভেন্যুতে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচ। এরপর আগামী বছরের মার্চ ও এপ্রিলে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল। ৪ মে ফাইনালের মধ্য পর্দা নামবে এএফসি চ্যালেঞ্জ লিগের।