জুলাই ভুটানের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল। আজ ২৭ শে জুন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র কমিটি ফর ওমেন্স ফুটবলের এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এএফসির ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুলাইয়ের ফিফা উইন্ডোতে দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রতিপক্ষ হিসেবে ভুটানকে বেছে নিয়েছে ফেডারেশন।
আগামী ১১ ও ১৪ ই জুলাই ম্যাচের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে ম্যাচ কতটুকু মাঠে গড়াবে বা আদৌও গড়াবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কারণ এর আগে প্রায় কয়েকবার প্রতিপক্ষ, ভেন্যু এবং দিনক্ষণ ঠিক করা হলেও শেষ পর্যন্ত মাঠে গড়ায় নাই নারী দলের ম্যাচ। তাই এবারেও ম্যাচ দুইটি মাঠে গড়াবে কিনা তা একমাত্র সময়ই বলে দিতে পারে।