আজ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ২৭ জন খেলোয়াড়ের অংশগ্রহণে অনলাইনে বাফুফে’র প্রশিক্ষণগণ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন৷ বাফুফে ফর্টিজ একাডেমি ও ২০১৭-১৯ সালের বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড়দের সমন্বয়ে উক্ত বয়সভিত্তিক এলিট অনূর্ধ্ব-২০ দল গঠন করা হয়। কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উক্ত কার্যক্রম অন লাইনের মাধ্যমে চলমান থাকবে।
এই প্রোগ্রামের মাধ্যমে খেলোয়াড়দের ফুটবলের টেকনিক্যাল ও ফিজিক্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে অভিহিত করা হয়, যার ফলে আবাসিক ক্যম্পে যোগদানের পূর্ব পর্যন্ত তারা বাসায় অবস্থান করে টেকনিক্যাল ও ফিটনেস লেভেল ঠিক রাখতে পারবে বলে ফেডারেশন আশা করছে। বাফুফের টেকনিক্যাল স্টাফ ও প্রশিক্ষণগণ নিয়মিতভাবে তাদের দিক নির্দেশনা প্রদান করবে।
উক্ত প্রোগ্রামে উপস্তিত ছিলেন বাফুফের সহ সভাপতি ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জনাব তাবিথ আউয়াল,বাফুফের টেকনিক্যাল ডাইরেকটর পাউল থোমাস স্মলি, প্রধান প্রশিক্ষক জেমি ডে, সহকারী প্রশিক্ষক ও বয়স ভিত্তিক দলের প্রধান প্রশিক্ষক স্টুয়ার্ট পাউল, বাফুফে হেড অফ এলিট ইয়ুথ জনাব মোস্তফা আনোয়ার পারভেজ, টেকনিক্যাল ডিপার্টমেন্টের অন্যান্য কর্মকর্তাগণ ও বাফুফের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাঈম সোহাগ।
Previous articleপরিত্যক্ত মৌসুমের টাকা পরিশোধ করা হবে; সামনে বিদেশী বিহীন লীগ?
Next articleআবারো শক্তিশালী সালাউদ্দিন-মুর্শেদী প্যানেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here