আগষ্টের ১৮ তারিখ থেকে শুরু ‘সাফ অ-২০ চ্যাম্পিয়নশীপ-২০২৪’। দক্ষিণ এশিয়ার ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্ণামেন্ট। অংশগ্রহণকারী দল হলো নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। উক্ত টুর্ণামেন্টকে সামনে রেখে ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের কোচের দায়িত্বে আছেন মারুফুল হক।

আগামী কাল সন্ধা সোয়া সাতটায় নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে মারুফুল হক বাহিনী।এই টুর্ণামেন্ট বাংলাদেশের গ্রুপসঙ্গী হয়েছে নেপাল ও শ্রীলঙ্কা। তুলনামূলকভাবে সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশ। তবে দলের কোচ মারুফুল হক তার শিষ্যদের নিয়ে অনুশীলনের জন্য খুব বেশী একটা সময় পান নি। সময় না পেলেও আত্মবিশ্বাসী তিনি। প্লেয়ারদের নিয়ে নতুন চ্যালেঞ্জ হাতে নিলেও নিজের প্লেয়ারদের সুনাম করেছেন মারুফুল হক,

আমরা ৩১ জুলাই থেকে অনুশীলন শুরু করি। আমাদের দুই সপ্তাহের অনুশীলন শেষ হয়েছে। খেলোয়াড়দের নিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ ছিলো। তার মধ্যে ফিজিক্যাল এবং ট্যাক্টিক্যাল চ্যালেঞ্জ অন্যতম। কারণ লীগ শেষ হওয়ার প্রায় দুই মাস পর আমরা অনুশীলনে নামি। এখানে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। প্লেয়াররা এটা নিয়ে কাজ করেছে।

২৩ জনের চূড়ান্ত বাংলাদেশ অ-২০ প্রাথমিক দলের খেলোয়াড়েরা হলেন-

গোলরক্ষক:- মেহেদী হাসান শ্রাবণ, মোহাম্মদ আসিফএবং ইসমাইল হোসেন মাহিন।

ডিফেন্ডার:- ইমরান খান, আজিজুল হক অন্তত,  শাকিল আহাদ তপু, রাজীব হোসেন, রস্তম ইসলাম দুখু, কামাচাই মারমা এবং পারভেজ আহমেদ।

মিডফিল্ডার:- আসাদুল ইসলাম সাকিব, চন্দন রায়, আসাদুল মোল্লা, আশরাফুল হক আসিফ, মহসিন আহমেদ, ইফতিয়ার হোসেন, হোসেন মোহাম্মদ আরিয়ান।

ফরোয়ার্ড:- রাব্বী হোসেন রাহুল, ইফতাসাফ রহমান জিদান, রাজু আহমেদ জিসান, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মুঈনুল ইসলাম।

Previous articleকবে সরবেন কাজী সালাহউদ্দিন?
Next articleআসন্ন মৌসুমে খেলবে না শেখ জামাল ও শেখ রাসেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here