সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার আরো একবার দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিকে জরিমানার সম্মুখীন করলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়াকে আতিথ্য দেয় বাংলাদেশ। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। তখন বৃষ্টিতে ভিজে থাকা মাঠে স্লিপ করে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার হ্যারি শুটারের সঙ্গে ধাক্কা খেয়ে বসেন সে সমর্থক। বিরক্ত হয়ে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেন ঐ অস্ট্রেলিয়ান ডিফেন্ডার। এ ঘটনার প্রতিবাদ করে রেফারিকে অভিযোগ জানান বাংলাদেশ দলের মিডফিল্ডার সোহেল রানা। মাঠে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্রা বা প্রায় ২০ লাখ টাকা জরিমানা করে ফিফা। এই অর্থ আগামী এক মাসের মধ্যে বাফুফেকে পরিশোধ করতে হবে।
কিংস অ্যারেনায় এর আগেও দর্শক ঢুকে পড়া এবং গ্যালারিতে ফ্লেয়ার জ্বালানোয় জরিমানার সম্মুখীন হয় বাফুফে। তাই এমতাবস্থায় নিজেদের ম্যাচ আয়োজনের আগে এসব বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বাফুফেকে।