আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। হামজাকে সেপ্টেম্বর উইন্ডোতে খেলানোর চেষ্টা করেছিল বাফুফে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়ে যাওয়ায় নভেম্বরের আগে হামজাকে পাওয়া যাচ্ছে না।

হামজার বাংলাদেশের পাসপোর্ট হয়েছে। কিন্তু তিনি এখনও হাতে নেননি। এছাড়া আরও কিছু আনুষ্ঠানিকতা পূরণ করতে হবে। ফিফা থেকে ছাড়পত্র লাগবে। সব মিলিয়ে সেপ্টেম্বরের উইন্ডোতে সেই সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

হামজাকে কবে নাগাদ বাংলাদেশ দলে দেখা যাবে এমন এক প্রশ্নের জবাবে বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন,

‘ওদের (হামজার এজেন্ট) আমাদের যোগাযোগ আছে। প্রাক-মৌসুম শেষ করার পর এখন প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। আমরা আসলে হামজার এজেন্টের সাথেই যোগাযোগ রাখছি। খুব তাড়াতাড়ি আমরা ভালো কিছু আপনাদের জানাতে পারবো। সেপ্টেম্বরের যে উইন্ডো আছে সেখানে তার খেলার কোনো সম্ভাবনা নেই। আমরা আশা করি নভেম্বরের উইন্ডোর আগে আমরা ফিফার প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবো। ইনশাল্লাহ নভেম্বর উইন্ডোতে আমরা তাকে খেলাতে পারবো।’

ফিফা থেকে ইতিবাচক সাড়া পেলে আগামী নভেম্বরের উ্ইন্ডোতে তাকে পাওয়ার আশা করছে বাফুফে।

Previous articleকিছুটা স্বস্তিতে বিক্ষোভরত ফুটবলাররা
Next articleদলবদল সম্পন্ন করলো ফর্টিস এফসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here