Photo : RHS Photography

আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ভুটান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে নিশ্চিত করেছে ম্যাচ দুটির বিষয়ে।

ফিফা উইন্ডোতে ৫ ও ৮ সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে হোম-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্রয়ের আগে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যেই ভুটানের সাথে খেলার কথা। বাফুফে ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচ দুটি আয়োজন করতে চেয়েছিল। কিন্তু দেশের চলমান পরিস্থিতিতে ভুটান ঢাকায় এসে খেলতে আগ্রহী নয়। বাংলাদেশই এখন ভুটানে গিয়ে খেলবে ম্যাচ দুইটি।

ভুটানের বিপক্ষে ম্যাচ আয়োজন নিয়ে বাফুফে সাধারণ সম্পাদকের ব্যাখ্যা,

এশিয়ান কাপ বাছাইয়ে আমরা চার নম্বর পটে আছি। যদি এই পটে থাকি তাহলে গ্রুপের তিনটি দলই কঠিন হবে। এখানে আমাদের সামনে আছে শুধু ভুটান। তাই তাদের যদি আমরা হারাতে পারি, তাহলে র‌্যাঙ্কিং বাড়বে। এমনকি তিন নম্বর পটেও যেতে পারি। ভুটানের সঙ্গে খেলার এটাই মূল উদ্দেশ্য।

আগামি ৩০ আগস্ট ভুটানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে ক্যাবরেরা বাহিনী।

 

Previous articleজোড়া গোলে সেমিফাইনালে বাংলাদেশ
Next articleচাপ সামলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here