আসছে সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর ভুটানের সঙ্গে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে ৩০ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ চেয়েছিল ম্যাচ দুটো ঘরের মাঠে খেলতে। কিন্তু দেশের চলমান পরিস্থিতিতে ভুটান আগ্রহ না দেখালে শেষ পর্যন্ত তাদের মাঠেই খেলতে যাচ্ছে জামাল ভূঁইয়ারা।
ভুটানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ সামনে রেখে ১৪ সদস্যের আংশিক দল ঘোষণা করেছে বাফুফে। স্কোয়াডের বাকিরা যুক্ত হবেন বসুন্ধরা কিংস এবং নেপালে সাফ খেলতে যাওয়া অনূর্ধ্ব-২০ দল থেকে। তাদের নাম এখনই প্রকাশ করেননি কোচ। ভুটান যাওয়ার আগে দলে যোগ দেবেন তারা। আংশিক দল নিয়ে ২৬ আগষ্ট থেকে অনুশীলন শুরু করবেন ক্যাবরেরা।
১৪ সদস্যের আংশিক বাংলাদেশ দলঃ
গোলরক্ষক: মিতুল মারমা, হোসেন সুজন ও পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, ঈসা ফয়সাল ও শাকিল হোসেন।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভুঁইয়া, দিদারুল আলম, কাজেম শাহ কিরমানি ও জায়েদ আহমেদ।
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশ।