আসছে সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি সামনে রেখে ১৪ সদস্যের আংশিক দল ঘোষণা করেছে বাফুফে। বসুন্ধরা কিংস ও অ-২০ দলের সঙ্গে থাকা খেলোয়াড়দের মধ্যে নির্বাচিতরা পরে যোগ দেবেন। তাই তাদের ছাড়াই আজ টিম হোটেলে উঠেছেন অধিনায়ক জামাল ভূঁইয়াসহ আংশিক দলে থাকা খেলোয়াড়রা। সেখান বাংলাদেশে ফুটবলকে সবার উপরে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষার কথা জানান বাংলার কাপ্তান।

রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রেই পরিবর্তন আসতে শুরু করেছে। সে ধারাবাহিকতায় নতুন বাংলাদেশে ফুটবলকে সবার উপরে দেখতে যান জামাল। তিনি বলেন, ‘ফুটবল একটু নিচে চলে গেছে। আমি চাই ফুটবল সব সময় এগিয়ে থাকবে। এই দেশে ক্রিকেট আছে, আর্চারি, রানিং আছে। আমি চাই ফুটবল এক নম্বরে থাকবে।’

পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও রয়েছে চাপের মুখে। সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছে। সে আন্দোলনের পর পদত্যাগ করেছেন সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। আবার বাফুফে বসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাও হয়েছে। জামাল ভূঁইয়া জানালেন কাজী সালাউদ্দিনের সঙ্গে কথা হয়নি তার। তিনি বলেন, ‘এবার আমি সভাপতির সঙ্গে আলাপ করি নাই। আপনার নিউজে দেখলাম। একটু ফলো করলাম। দেশে অনেক পরিবর্তন হয়েছে। সভাপতি ক্যাম্পে আসবে তখন আলাপ করবো।’

এদিকে দীর্ঘ সময় পর আবারো মাঠে ফিরছে ফুটবলাররা। ঘরোয়া লিগ শেষ হয়ে যাওয়ায় খেলোয়াড়রা নিজ নিজ অবস্থানে থেকে ছুটি কাটিয়েছেন। তাই ফিটনেস ঘাটতি দেখা যাবে কিনা এমন প্রশ্ন উঠে। তবে জামাল এই বিষয়ে ইতিবাচক। তার মতে, ‘কোচ আমাদের কিছু প্রোগ্রাম দিয়েছিল। সে সব সময় খোজ রাখতো কি খেয়েছি, করছি। সেটা প্রমাণ দেখাত হতো। প্রথম দিকে রিদমে একটু সমস্যা হতে পারে পরে ঠিক হয়ে যাবে।’

এদিকে ভুটানের মত দলের সঙ্গে খেলা নিয়ে নানান কথা শোনা যাচ্ছে। তাদের সঙ্গে খেলে কতটা উন্নতি হবে সেটা নিয়ে সন্দিহান সমর্থকরা। তবে জামাল বলছেন তাদের সঙ্গেই চ্যালেঞ্জ নিতে হবে। দুই ম্যাচেই জয়ের জন্য খেলবে উল্লেখ করে জামাল বলেন, ‘বাংলাদেশ দল ভালো। ফেডারেশন ভূটানের সঙ্গে ঠিক করেছে খেলা। আমাদের সেই চ্যালেঞ্জ নিতে হবে। আমরা ছয় পয়েন্টই নিয়ে র‌্যাংকিং ভালো করতে চাই।’

এদিকে নেপালে যুব সাফের ফাইনালে ওঠায় পুরো দলকে অভিনন্দন জানান জামাল। একইসঙ্গে তাদের শিরোপা জয়ের জন্যও শুভকামনা জানান তিনি।

Previous articleভারতকে হারিয়ে জয় দেশবাসীকে উৎসর্গ করেছেন আসিফ
Next articleঅধিনায়ককে ছাড়াই ফাইনাল খেলবে যুবারা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here