বাংলাদেশে চলমান পরিস্থিতিতে কবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হবে সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কিছু ক্লাব ছাড়া বাকিরা তড়িঘড়ি করে দলবদল সম্পন্ন করলেও এখন মৌসুম শুরুর আগে বেশ কিছু দাবি জানিয়েছে ক্লাবগুলো। শীগ্রই সেগুলো বাফুফের কাছে প্রস্তাবনা আকারে তুলে ধরবে তারা।
বর্তমান পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়েছে অধিকাংশ ক্লাব। দলবদলের সময়ই যা স্পষ্ট হয়েছে। তাই খরচ কমাতে আসছে মৌসুমে ঢাকার বাইরে খেলতে চায় না তারা। ঢাকার ভেতর কিংবা নিকটবর্তী জেলায় যেন খেলাগুলো আয়োজন করা হয় সে দাবি তাদের। যাতে করে খেলা শেষ করে সেদিনই ফিরে আসা যায়।
ক্লাব কর্তাদের আলোচনায় অংশ নেওয়া বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাফুফের সহসভাপতি এবং পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি ঢাকা এবং ঢাকার নিকটবর্তী মাঠে ঘরোয়া ফুটবল আয়োজনের বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।
এদিকে সব ক্লাবের সঙ্গে আলোচনা করে নতুন মৌসুম শুরুর খসড়া সময়ও চূড়ান্ত করা হয়েছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে নতুন মৌসুম। ইতিমধ্যেই জানানো হয়েছে এই মৌসুমে স্বাধীনতা কাপ এবং সুপার কাপ আয়োজন করা হচ্ছে না। তাই বসুন্ধরা কিংস ও মোহামেডানের মধ্যকার এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হতে পারে মৌসুম। এরপরই শুরু হয়ে যাবে লিগ।
এদিকে বাফুফের কাছে বকেয়া অংশগ্রহন ফি পরিশোধ করার দাবি জানিয়েছে ক্লাবগুলো। মৌসুম শুরুর আগেই বকেয়া বুঝে পেতে চায় তারা। এই বিষয়ে বাফুফের কাছে দাবি জানিয়েছে ক্লাবগুলো। এছাড়া আগামী মৌসুমে স্পন্সর থেকে প্রাপ্য অর্থের একটা অংশ ক্লাবগুলোর মধ্যে বন্টন করা হবে বলেও জানিয়েছেন ইমরুল হাসান।