সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করেছেন বাংলাদেশ দলের কোচ মারুফুল হক ও দলকে চ্যাম্পিয়ন করানোর অন্যতম সেরা দুই খেলোয়াড় রাব্বি হোসেন রাহুল ও মিরাজুল ইসলাম।

ম্যাচের পর প্রতিক্রিয়ায় কোচ মারুফুল হক বলেন, ‘আমরা এই চ্যাম্পিয়নশিপ জুলাই-আগস্টে মাসের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের উৎসর্গ করছি। দেশের জন্য তারা জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।’

দেশের কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা উল্লেখ করে বাংলাদেশ কোচ বলেন, ‘অনেক মানুষ কষ্ট করছেন। খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে আছেন লাখো লাখো মানুষ। আমাদের নতুন বাংলাদেশ এসব মোকাবিলা করে দেশ সংস্কারের চেষ্টা করছে। আশা করি, এই চ্যাম্পিয়নশিপ দেশের মানুষকে আরো ঐক্যবদ্ধ করবে, দেশ সংস্কারের উৎসাহ পাবে।’

মিরাজুল ইসলাম বলেছেন, ‘আমরা নিজেদের জন্য খেলিনি। দেশের মানুষের জন্য খেলেছি। আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। কিছু দিন আগে দেশের মানুষ আন্দোলন করে, জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনেছে। এখন অনেক মানুষ বন্যায় কষ্ট করছে। আমরা এই মানুষদের ট্রফি উৎসর্গ করছি।’

দলের অন্যতম সেরা খেলোয়াড় রাব্বি হোসেন রাহুলও এই ট্রফি ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করার কথা জানিয়েছেন।

Previous articleনেপালকে বিধ্বস্ত করে যুব সাফের শিরোপা জিতলো বাংলাদেশ
Next articleচ্যাম্পিয়ন যুবাদের অভিনন্দন জানালেন ক্রীড়া উপদেষ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here