সরকার পতনের পর বাফুফের আওয়ামীপন্থী রাজনীতির সঙ্গে জড়িত থাকা কর্তারা আত্মগোপনে রয়েছেন। সাবেক এমপি, বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী আনুষ্ঠানিকভাবে সব দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর আজ জরুরি নির্বাহী করে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি ইমরুল হাসানকে বাফুফের ফিন্যান্স কমিটির চেয়াম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট সরকার পতনের তিন দিন পর পদত্যাগ করেন সালাম মুর্শেদী। এরপর থেকেই ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। এর আগে আর্থিক অনিয়মের কারণে ফিফা থেকে প্রায় ১২ লাখ টাকা জরিমানার মুখে পড়েছিলেন সালাম মুর্শেদী। তারপরও দায়িত্বে বহাল ছিলেন তিনি। তবে সরকার পতনের পরই আত্মগোপনে চলে যান তিনি। এরপর বাফুফের সব পদ থেকে পদত্যাগ করেন বিতর্কিত এই ফুটবল কর্তা।

এদিকে ফিন্যান্স কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল হাসান বাফুফের পেশাদার লিগ কমিটিরও চেয়ারম্যান পদে দায়িত্বে রয়েছেন। এবার সে সঙ্গে তাকে ফিন্যান্স কমিটির দায়িত্বও পালন করতে হবে। আজ জরুরি সভা ডেকে ইমরুল হাসানকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়। ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

Previous articleভুটানে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলো বাংলাদেশ দল!
Next articleবাংলাদেশের কাছে ভুটানের আবহাওয়া বড় চ্যালেঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here