বাদল রায়ের পর নির্বাচন পেছানোর আবেদন জানিয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন(বিডিডিএফএ)। অনেক কাউন্সিলরই করোনা আক্রান্ত এবং যারা সুস্থ হয়েছেন তারা এখনও ভোট দিতে যেতে অক্ষম বলে দাবি করেছেন বিডিডিএফএ এর উপমহাসচিব শাহীনুল ইসলাম ভূঁইয়া।
তবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিডিডিএফএ। নিজেদের প্রার্থী মনোনয়ন করতে সাত সদস্যের কমিটি গঠন করেছে তারা। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সভা শেষে এসব কথা জানান বিডিডিএফএ’র সদস্য আশিকুর রহমান মিকু বলেন, ‘আমাদের সাত সদস্যের কমিটি বাংলাদশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সঙ্গে সমন্বয় করে বাফুফের নির্বাচনে প্রার্থী বাছাই করবে।’
নির্বাচন পেছানো নিয়ে বিডিডিএফএ’র সিদ্ধান্ত সম্পর্কে আশিকুর রহমান মিকু বলেন, ‘করোনার থাবায় লণ্ডভণ্ড ক্রীড়াঙ্গন। প্রতিদিনই ক্রীড়াবিদ ও সংগঠকরা নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। এছাড়া যারা করোনামুক্ত হয়েছেন, তারাও শারীরকভাবে এখনও দুর্বল। নির্বাচন করার মতো অবস্থায় নেই। তাই বাফুফের নির্বাচন দু’মাস পেছানোর অনুরোধ করেছি আমরা। যদি তা মানা না হয়, তাহলে আমরা নির্বাচন পেছানোর জন্য ফিফার কাছে চিঠি পাঠাব।’
Previous articleপ্রথমদিন মনোনয়ন কিনেছেন পাঁচজন!
Next articleদ্বিতীয় দিন মনোনয়ন বিক্রয় এগারোটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here