ভুটানের বিপক্ষে ম্যাচ খেলতে গত ৩০ শে আগষ্ট ভুটানের মাটিতে পা রাখে বাংলাদেশ দল। ৩০ তারিখ পৌঁছালেও প্রথম দুইদিন প্রায় অবসরেই দিন কাটিয়েছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। গতকাল হাইকিং করলেও মাঠের অনুশীলনে নামে নি তারা। আজ ১ লা সেপ্টেম্বর থেকে পুরোদমে অনুশীলনে নামে হ্যাভিয়ার ক্যাবররার শিষ্যরা। হাতে মাত্র অল্প কয়েকদিন সময় থাকলেও জয় ছাড়া কোনো পরিকল্পনা নেই লাল-সবুজের প্রতিনিধিদের।

ভুটানের বিপক্ষে ম্যাচের ক্ষেত্রে আবহাওয়া একটি বড় প্রভাব ফেলবে। তাই দলের খেলোয়াড়রা যদি ভুটানের আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিতে পারে তাহলে ম্যাচে জয় পাওয়া খুব সহজসাধ্য হবে। ফলে ভুটানের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়টাকে প্রথম লক্ষ্য হিসেবে স্থির করা হয়েছে জানান জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন, “এখানের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়াটা আমাদের প্রথম লক্ষ্য। আমরা গতকাল হাইকিং সেশনে গিয়েছিলাম অনেকের কাছে এটা একেবারে নতুন একটি অভিজ্ঞতা। সর্বোপরি আমাদের টার্গেট হচ্ছে ভুটানের এই আবহাওয়া নিজেদের পুরোপুরি মানিয়ে নেওয়া।”

ভুটানে বাংলাদেশের থেকে পুরোপুরি ভিন্ন আবহাওয়া বিরাজ করছে। এতে করে আবহাওয়ার সাথে খেলোয়াড়েরা খাপ খাওয়াতে একটু সময় লাগবে, তবে তারা যদি আবহাওয়ার সাথে নিজেদের খাপখাওয়াতে পারে তাহলে ভালো কিছু সম্ভব বলে জানান বাংলাদেশ দলের রাইট ব্যাক সাদ উদ্দিন। তিনি বলেন, “আবহাওয়া বড় একটা ফ্যাক্ট। বাংলাদেশে এখন অনেক গরম হলেও এখানে অনেক ঠান্ডা। ফলে এটার সাথে মানিয়ে আমাদের একটু সময় লাগবে। আমরা যেহেতু পেশাদার ফুটবল খেলি তাই যত তাড়াতাড়ি সম্ভব এটার সাথে মানিয়ে নিয়ে মাঠে ভালো ফলাফল করার চেষ্টা করবো।”

প্রতিপক্ষ ভুটানকে সমীহের চোখেই দেখছেন সাদ উদ্দিন। তার মতে ভুটান আগের চেয়ে অনেক উন্নতি করেছে। তিনি বলেন, “আমাদের জিততে হবে এটাই হচ্ছে লক্ষ্য। ভুটান অনেক ভালো দল, তারা আগে থেকে নিজেদের অনেক উন্নতি করেছে। তবে আমাদের দলও তুলনামূলক বেশ শক্তিশালী।”

নিজেদের মাঠে ভুটানকে অনেক শক্তিশালী দল হিসেবে মনে করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মণ। তিনি বলেন, “আমরা ভুটানের সাথে তাদের মাঠে ২০১৬-১৭ তে একটা ম্যাচ খেলেছিলাম সেখানে আমরা পরাজিত হই। এছাড়া ভুটান গত কয়েকদিন আগেই হোমভেন্যুতে হংকংকে পরাজিত করে, এতে বুঝা যায় ভুটান তাদের ভেন্যুতে অনেক শক্তিশালী একটা প্রতিপক্ষ। তাই আমাদের এটি মাথায় রেখেই মাঠে নামতে হবে। আমরা সাথে তাদের আরো বেশী কাজ করলে আমাদের জন্য ভালো হবে।”

Previous articleবাফুফের ফিন্যান্স কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল হাসান!
Next articleবাফুফের বদলে সালাউদ্দিনের বাসায় নারী ফুটবলারদের বৈঠক!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here