বাফুফে নির্বাচন পিছাবে না বলে একরকম জানিয়ে দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী অক্টোবরে বাফুফে নির্বাচন হতে চলেছে।

দেশের রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর দেশের ফুটবল অঙ্গনেও এসেছে নতুন জোয়ার। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে নিজেদের পুরোনো দাবিকে নতুনভাবে আবারো জাগিয়ে তুলেছিলো বাংলাদেশ ফুটবল আল্ট্রার্স। তাদের সাথে একাত্মতা পোষণ করে এই কর্মসূচিতে যোগ দিয়েছিলো জাতীয় দলের সাবেক ফুটবলাররাও। এছাড়া তাকে গত ৩০ তারিখ ২৪ ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছিলো।

পদত্যাগের দাবি উঠলেও নিজের জায়গায় এখনো অটল আছেন কাজী সালাউদ্দিন। তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানিয়ে দিয়েছেন। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৬ শে অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তার বক্তব্যে নির্বাচন পেছানো দাবি তুলে।

তবে আমিনুলের এই দাবিকে উড়িয়ে দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তার মতে নির্বাচন একবার পিছিয়েছে, আবার নতুন করে পেছানো সম্ভব নয়। কাজী সালাউদ্দিন একটি জাতীয় সংবাদমাধ্যমকে জানান,

নির্বাচন পেছানোর আমার ক্ষমতা নেই। এটা ফিফার সিদ্ধান্ত। নির্বাচন একবার পিছিয়েছে। দ্বিতীয়বার তো আমি নিজের মেয়াদ বাড়ানোর অনুরোধ করতে পারি না ফিফাকে।

বাফুফের নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর। আগামী অক্টোবরে শেষ হবে বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ। তবে মেয়াদ ৩ রা অক্টোবর শেষ হলেও গত জুলাইতে প্রতিবন্ধকতার কারণ দেখিয়ে অক্টোবরে নির্বাচন করার জন্য ফিফার কাছে আবেদন জানিয়েছিলো বাফুফে। বাফুফের সেই আবেদন মঞ্জুর করলে ঠিক করা হয় ২৬ শে অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

Previous articleবাফুফের বদলে সালাউদ্দিনের বাসায় নারী ফুটবলারদের বৈঠক!
Next articleআবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় জামাল-সোহেলরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here