সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে বর্তমান মুকুটধারী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গতবারের টুর্ণামেন্টে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিলো সাবিনা-কৃষ্ণারা। এবারের টুর্ণামেন্টও আয়োজিত হচ্ছে নেপালে। দক্ষিণ এশিয়ার সাত দেশের অংশগ্রহণ আয়োজিত হবে ‘সাফ নারী চ্যাম্পিয়নশীপ ২০২৪’।

সাফের আসন্ন টুর্ণামেন্টে দক্ষিণ এশিয়ার সকল দলই অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী সাত দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। বাংলাদেশের গ্রুপ সঙ্গী হয়েছে পাকিস্তান ও ভারত।

গতবারের রানার্সআপ দল এবং এবারের আয়োজক দেশ নেপালের জায়গা হয়েছে গ্রুপ ‘বি’-তে। গ্রুপ ‘বি’-এর বাকি দলগুলো হলো পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আগামী ১৭ ই শে অক্টোবর ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্ণামেন্টের সূচনা হবে।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নামবে আগামী ২০ শে অক্টোবর। প্রতিপক্ষ পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে আগামী ২৩ শে অক্টোবর ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। সবগুলো খেলাই নেপালের দশরথ স্টেডিয়ামে আয়োজিত হবে। এছাড়া টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ হবে আগামী ৩০ শে অক্টোবর।

Previous articleআবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় জামাল-সোহেলরা
Next article‘এজিএমে বাফুফের গঠনতন্ত্র ভঙ্গ হয়নি’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here