বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্যেই গতকাল (রোববার) সবশেষ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গঠনতন্ত্র ভঙ্গ ও এর জন্য সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে দায়ী করে চিঠি দেয় এফসি ব্রাহ্মণবাড়িয়া। তবে একদিন পরেই এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তুষার।
গতকাল এফসি ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাফুফেকে চিঠি দেন। সেখানে তিনি সবশেষ এজিএমে নারী লিগের ৪টি দলকে বাফুফের নির্বাচনে ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্তকে বাফুফের গঠনতন্ত্র বিরোধী বলে দাবি করেন। আর এরজন্য বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে দায়ী করেন তিনি। আজ তার অভিযোগের জবাব দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক।
ভিডিও:
https://web.facebook.com/offsidebangladeshvideos/videos/1207069383661667
গণমাধ্যমকে তুষার বলেন,
সেখানে (এজিএমে) কিন্তু এএফসির ২ জন এবং ফিফার ১ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের ২ জন ডেলিগেট উপস্থিত ছিলেন। অবশ্যই এটা গঠনতন্ত্রের সংশোধন নয়, এটা হচ্ছে অন্তর্ভুক্তি।