ভুটানের বিপক্ষে আগামীকাল প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের আগে আজ প্রি-ম্যাচ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ার ক্যাবররার পাশাপাশি অধিনায়ক জামাল ভূঁইয়াও ম্যাচ নিয়ে তার অভিমত ব্যক্ত করেন। প্রতিপক্ষ ভুটানকে সমীহের চোখে দেখলেও বাংলাদেশ দল আগামীকালের ম্যাচের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত আছে।

ভুটানের বিপক্ষে ম্যাচকে কঠিন বলেই গণ্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে আশা করছেন দুইটি ম্যাচই প্রতিযোগিতাপূর্ণ হবে, “আমি আশা করছি ভুটানের বিপক্ষে দুইটি ম্যাচই কঠিন হবে আমাদের জন্য,কারণ আমরা সর্বশেষ খেলেছিলাম তিন মাস আগে। এছাড়া আমাদের দুইদলের কেউই একই পর্যায়ের না। আশা করছি ভুটানের বিপক্ষে ম্যাচ দুইটি খুবই প্রতিযোগিতাপূর্ণ হতে চলেছে।”

ভুটানকে সমীহের চোখে দেখলেও ভুটানের মুখোমুখি হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, “আমি মনে করি ম্যাচের জন্য দলের সকলেই তৈরি হয়ে আছে। ম্যাচে ফিটনেস ধরে রাখাটা জরুরি। আমরা ভালো ক্যাম্পের পাশাপাশি ভালো প্র‍্যাক্টিস সেশনও পেয়েছি। এইজন্য আমি মনে করি ভুটানের মুখোমুখি হওয়ার জন্য আমাদের দলের সকলেই প্রস্তুত আছে। ”

ভুটান দলের তুরুপের তাস চেনচো গেইলতসেন। আক্রমণ ভাগের এই খেলোয়াড়ের বাংলাদেশ প্রিমিয়ার লীগ খেলার অভিজ্ঞতাও রয়েছে। তাই তাকে আটকানোটা বাংলাদেশের জন্য বেশ বড় একটা পরীক্ষা হবে। প্রতিপক্ষের খেলোয়াড়কে নিয়ে জামাল বলেন, “ভুটান কাউন্টার অ্যাটাকে অনেক ভালো খেলে। বিশেষ করে তাদের চেনচো অনেক ভালো খেলোয়াড়, তার বিপিএল খেলার অভিজ্ঞতাও রয়েছে। সে বেশ দ্রুতগতির একজন ফরোয়ার্ড; তাই তার উপর আমাদের বিশেষ নজর থাকবে।”

Previous articleচাপমুক্ত থেকে খেলতে পারলে জয় সম্ভব
Next articleচ্যালেঞ্জিং ম্যাচের অপেক্ষায় আছে ক্যাবররা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here