গতকাল শনিবার চারবারের সভাপতি কাজী মো. সালাউদ্দিন আবারো নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর ক্রীড়াঙ্গনের মানুষের কৌতূহল ছিল, তার বিরুদ্ধে কে ভোটের লড়াই করেন তা দেখার। এই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই সভাপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। সেখানে ফুটবল সংগঠক তরফদার রুহুল আমিনের নাম ঘোষণা হয়েছে।
আজ রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ঐকমত্যের ভিত্তিতে তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী ঘোষণা করেন সাবেক তারকা ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে ক্রীড়া সংগঠকরা।
অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন এই অনুষ্ঠানে বলেন,
জেলা ও ক্লাবগুলোর পক্ষ থেকে তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হচ্ছে। ফুটবল ফেডারেশন জেলা পর্যায়ে লিগ পরিচালনা করতে সহায়তা করেনি। উনার সহায়তায় জেলায় লিগ হয়েছে।’ একই মঞ্চ থেকে তরফদার রুহুল আমিন জানান, আসন্ন নির্বাচনের প্রার্থীতা তিনি গ্রহণ করেছেন।