কদিন আগেই নেপাল থেকে অ-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশে ফিরে বাংলাদেশ। অগ্রজদের দক্ষিণ এশিয়ার সেরা হওয়া থেকে আত্মবিশ্বাস নিয়ে এবার অ-১৭ সাফ মিশনে যাচ্ছে অনুজরা। আগামী ২০-৩০ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে অনুষ্ঠেয় অ-১৭ সাফে ভালো করার লক্ষ্য বাংলাদেশের।
অ-১৭ সাফের এ গ্রুপে খেলবে বাংলাদেশ, সঙ্গী ভারত ও মালদ্বীপ। উদ্বোধনী ম্যাচে ২০ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২২ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপ। বাংলাদেশের দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।এদিকে বি গ্রুপে স্বাগতিক ভুটানের সঙ্গে রয়েছে নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমি ফাইনালে।
আজ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অ-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করে বাফুফে। সাইফুল বারি টিটু দলের কোচের দায়িত্ব পালন করবেন ।দলের অধিনায়ক হিসাবে থাকছেন নাজমুল হুদা ফয়সাল।
বাংলাদেশ অ-১৭ ফুটবল দল:
গোলরক্ষকঃ মোঃ নাহিদুল ইসলাম, মোঃ আলিফ রহমান ইমতিয়াজ ও ইসমাইল হোসেন রাকিব।
ডিফেন্ডারঃ আশিকুর রহমান, মোঃ ইকরামুল ইসলাম, মোঃ আব্দুল রিয়াদ ফাহিম, মোঃ খলিলুর রহমান আনোয়ার, মোঃসিয়াম অমিত, শেখ সংগ্রাম ও সানী দাস।
মিডফিল্ডারঃ মোঃ মিঠু চৌধুরী, মোঃ কামাল মৃধা,
নাজমুল হুদা ফয়সাল, আকাশ আহমেদ, মোঃ শফিক রহমান, মেহেদী হাসান, মোহাম্মদ রিপন, মোঃ জয় আহমেদ, মোঃ মুর্শেদ আলী।
ফরওয়ার্ডঃ মোঃ মানিক, মোঃ রিফাত কাজী,
মোঃ অপু রহমান, সোয়ে মং সিং মারমা।