ফুটবলে বাংলাদেশের ডিফেন্ডারদের ছন্নছাড়া ভাব যেনো একটি চিরায়ত দৃশ্য। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক যেকোনো পর্যায়ে এমন দৃশ্য বারবার দেখা যায়। এইরকম চিত্রপট আরো ফুটে উঠলো সিরিয়ার বিপক্ষে এএফসি অ-২০ এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে।
আজ এএফসি অ-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে সিরিয়ার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ দল। ম্যাচে বাংলাদেশকে ৪-০ গোলে পরাজিত করে সিরিয়া। ম্যাচের দুই অর্ধে দুইটি করে গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে আক্রমণভাগে ভুল থাকলেও রক্ষণের খেলোয়াড়দের গাফেলতির ছিলো অসীম। সিরিয়ার প্রতিটি গোলের পিছনেই ছিলো ডিফেন্ডারদের আত্মবিশ্বাসের অভাব। চাপে পড়ে নিজেদের স্বভাবসুলভ খেলার ধারের কাছেও পৌঁছাতে পারে নি তরুণ ডিফেন্ডাররা।
ম্যাচ শুরু হওয়ার পর লিড নিতে খুব একটা বেশী সময় ব্যয় করে নি। মাত্র ৫ মিনিটের সময় মাঠের ডানদিক থেকে আনাস দাহানের ক্রস থেকে পায়ের আলতো টোকা দিয়ে বাংলাদেশের জালে বল পাঠান কাওয়া ইসা। ১২ মিনিটের মাথায় আবারো গোল হজম করে বাংলাদেশ অ-২০ দল। বাংলাদেশের ডিফেন্ডারদের পরাস্ত করা ক্রস থেকে হেডে গোল করেন সিরিয়া দলের নম্বর নাইন ইউসা ক্নাজ।
প্রথমার্ধের সিরিয়া আর কোনো গোল করে নি, অন্যদিকে বাংলাদেশ দলও কোনো গোল শোধ দিতে পারে নি। সিরিয়া তাদের তৃতীয় গোলের দেখা পায় ম্যাচের ৭৩। ওইসময় বদলী হিসেবে নামা আব্দুর রহমান টার্গেট শট বাংলাদেশ দলের গোলরক্ষক মাহিন ঠেকিয়ে দিলেও ফিরতি বলে ফাঁকায় থাকা ওয়াসিম দুখান শট করে গোল আদায় করে নেন। ৮০ মিনিটে কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন আনাস দাহান। ফ্রি কিক থেকে তার করা গোলে দুই জোড়া গোল হজম করে বাংলাদেশ দল। এতে করে ৪-০ গোলের পরাজয় দিয়ে এশিয়ান কাপের বাছাইয়ের মিশন করে তারা।