অ-২০ সাফের শিরোপা জয়ের আত্ববিশ্বাস সঙ্গী করে এশিয়ান কাপের বাছাইপর্বে খেলতে যায় বাংলাদেশ। যদিও দেশ ছাড়ার আগে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের নিয়ে বিতর্ক এবং প্রস্তুতির ঘাটতির আক্ষেপ ছিল। এবার প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৪-০ গোলের বড় হার সঙ্গী হয়েছেন। শিষ্যদের পারফরম্যান্সে স্বভাবতই হতাশ কোচ মারুফুল হক।

ম্যাচ শেষে নিজেদের দূর্বলতা ফুটে উঠেছে মারুফুলের কাছে। সিরিয়ার চাইতে উচ্চতা এবং টেকনিক্যালি পিছিয়ে থাকার কারণেই বড় হারের সম্মুখীন হতে হয়েছে বলে মনে করেন তিনি। একইসঙ্গে শিষ্যদের করা ভুলগুলোও চোখ এড়ায়নি তার। তাই এই ম্যাচের হতাশা ভুলে পরবর্তী ম্যাচে ভুল শুধরে মাঠে নামার প্রত্যাশা তার।

সিরিয়ার কাছে ৪-০ গোলের বড় হারের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মারুফুল হক বলেন, ‘সিরিয়ার ম্যাচে টার্নিং পয়েন্ট প্রথম দুই গোল। সেখানে আমরা পুরোপুরি হাইটে (উচ্চতা) পরাস্ত হয়েছি। এছাড়া আমাদের ছেলেরা চেষ্টা করেছে। রক্ষণে ও গোলরক্ষকে কিছুটা ভুল ছিল। সামনের ম্যাচে কাটিয়ে উঠতে পারব আশা করি।’

এদিকে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গুয়াম। আগামী ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে এই গুয়ামের বিপক্ষেই খেলবে বাংলাদেশ।

Previous articleরক্ষণের ব্যর্থতায় সিরিয়ার কাছে বাংলাদেশের বড় হার!
Next articleবাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সামনে মালদ্বীপ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here