ফিফার রেফারির তালিকায় আগামী বছর দেখা যাবে না জয়া চাকমাকে। আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি।

তবে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিফা রেফারি হিসেবে থাকবেন জয়া। এই সময়ে তিনি আন্তর্জাতিক ম্যাচও পেতে পারেন। ফিটনেস পরীক্ষায় তাঁর ফেল করার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান তৈয়ব হাসান।

তবে অসুস্থতার কারণে এবার ঠিকভাবে ফিটনেস পরীক্ষা দিতে পারেননি জয়া।তিনি দীর্ঘ দিন জন্ডিসে আক্রান্ত ছিলেন।

২০২০ সালে বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হয়েছিলেন জয়া চাকমা। সেই থেকে এ পর্যন্ত দেশে-বিদেশে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। জয়া বাদ পড়লেও এএফসির এলিট প্যানেলে সহকারী রেফারি হিসেবে থাকছেন সালমা আক্তার।

 

Previous articleবাংলাদেশের জালে ভিয়েতনামের চার গোল!
Next articleসাফ অ-১৭’র ফাইনালে বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here