বাফুফে নির্বাচনের আর মাত্র মাসখানেক বাকি। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। আসছে ৩০ সেপ্টেম্বর কাউন্সিলর ফরম জমা দেওয়ার শেষ তারিখ। জেলা, বিভাগ, ক্লাব এবং বিভিন্ন সংস্থার এই কাউন্সিলররাই নির্বাচনে ভোট দেবেন। সেই কাউন্সিলর ফরম বিতরণ ও জমা দেওয়া নিয়ে আজ  বাফুফে ভবন ছিল বেশ উত্তপ্ত।

কাউন্সিলর ফরম নিয়ে অনিয়মের অভিযোগ তুলে জেলা ও বিভাগীয় পর্যায়ের বেশ কয়েকজন সংগঠক বাফুফে ভবনে কর্মকর্তাদের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়েছেন। এমনকি হাতাহাতির খবরও শোনা যাচ্ছে। সংগঠকদের দাবি হত্যা মামলার আসামী, এছাড়াও নানা অভিযোগ রয়েছে এমন সব লোকজনকে বাফুফে ভবনে ডেকে এনে তাদের ফরম সই করে রাখা হচ্ছে, যা অন্যায়।

আর এই অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে বাফুফে ভবনে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কেউ কেউ দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ রয়েছে। এসময় বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও বাফুফে ভবনে ছিলেন বলে জানা গিয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

Previous articleসাফ অ-১৭’র ফাইনালে বাংলাদেশ!
Next articleজয় দিয়ে হতাশার মিশন শেষ করলো বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here