গত ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরই আত্মগোপনে চলে যান বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সাবেক ফুটবলার ও সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। মাঝে বাফুফের সকল পদ থেকে পদত্যাগ করেন তিনি। এবার হত্যা মামলায় র‌্যাবের কাছে গ্রেফতার হলেন তিনি।

আজ (১ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের মিডিয়া উইং কর্মকর্তা আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয়েছে।

জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী বাফুফের সহ-সভাপতি থাকার সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতিও ছিলেন। খুলনা-৪ (তেরখাদা-দিঘলিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে দুইবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি।

Previous articleহামজার জন্মদিনে ফিফার বার্তা!
Next articleক্ষমতার দ্বন্দে বাফুফে ভবনে হাতাহাতি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here