আজ দুপুরে মতিঝিলের বাফুফে কার্যালয়ে আসন্ন ফুটবল ফেডারেশনের নির্বাচন ২০২৪ এর তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন। এ সময় অন্য দুই কমিশনারও উপস্থিত ছিলেন।

আগামি ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ হবে। ১৪ ও ১৫ অক্টোবর মনোনয়নপত্র দাখিল। ১৬ অক্টোবর মনোনয়নপত্র যাচাই কার্যক্রম চলবে। ১৭ অক্টোবর মনোনয়নপত্র আপত্তি দাখিল ও ১৯, ২০ অক্টোবর (দুপুর পর্যন্ত) মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২০ অক্টোবর (বিকেল) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে । ২৬ অক্টোবর (দুপুর ২-সন্ধ্যা ৬টা) অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন।

মনোনয়নপত্রের দাম গত বছরের মতই। সভাপতি এক লক্ষ টাকা, সিনিয়র সহসভাপতি পঁচাত্তর হাজার টাকা, সহ-সভাপতি পঞ্চাশ হাজার টাকা, সদস্য পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোন মনোনয়নপত্রের নামে আপত্তি জানাতে হলে নির্বাচন কমিশনারের সামনে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে আপত্তি জানাতে হবে।

নির্বাচনে পদ সংখ্যা সভাপতি ১ জন, সিনিয়র সহসভাপতি ১ জন, সহসভাপতি ৪ জন, সদস্য ১৫ জন।

Previous articleদিয়াবাতেকে ছাড়বে না মোহামেডান; বেতনের জন্যই কি আসছেন না রবসন?
Next articleশিরোপা ধরে রাখার মিশনে যেমন হতে পারে বাংলাদেশ দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here