ফিলিপাইনকে হারিয়ে এএফসি অ-১৭ টুর্ণামেন্টে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। গত ম্যাচে কম্বোডিয়ার কাছে পরাজয়ের পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ অ-১৭ ফুটবল দল। ম্যাচে ফিলিপাইনকে ১-০ তে হারায় বাংলাদেশ।
ম্যাচের শুরুর দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ফিলিপাইন। ম্যাচের ১৫ মিনিটে ফিলিপাইনের আক্রমণভাগের খেলোয়াড়কে ফাউল করেন বাংলাদেশ দলের গোলরক্ষক আলিফ রহমান। বক্সের ভেতরে ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজায়। পেনাল্টিতে স্পট কিকে শুট ফিরিয়ে দেন গোলরক্ষক আলিফ। ফিরতি বলে আবারো শুট করে ফিলিপাইনের খেলোয়াড়, এবারেও আলিফ বলকে আটকে দেন।
ফিলিপাইন গোলের দেখা না পেলেও মিনিট দুয়েক পর গোল পেয়ে যায় বাংলাদেশ। বক্সের সামনে শফিক রহমানের ফ্রি-কিক থেকে নেওয়া শট লক্ষ্যভেদ করে ফিলিপাইনের জালে। এতে করে ১-০ এগিয়ে যায় বাংলাদেশ। এই এক গোলের পুঁজিতে প্রথমার্ধের খেলা শেষ করে তারা।
দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা চালায় ফিলিপাইন, বাংলাদেশের রক্ষণে বেশ কয়েকবার চড়াও হয়। তবে বাংলাদেশের গোলরক্ষক আলিফ তাদের রুখতে পিছুপা হয় নি। এতে করে শেষ পর্যন্ত ১-০ তে জয় তুলে নেয় বাংলাদেশ দল। এই জয়ের ফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বেঁচে থাকলো বাংলাদেশের।