প্রথমবার বাফুফের সভাপতি পদে নির্বাচন করেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবেক সহসভাপতি তাবিথ আওয়াল। ১২৩ – ০৫ ভোটে এএফএম মিজানুর রহমানকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। বাফুফের শীর্ষ কর্তার দায়িত্ব পেয়ে দেশের ফুটবলের মান উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে দিয়েছেন বাফুফের গঠনতন্ত্র সংস্কার করার আশ্বাস।

প্রথমবারের মত সভাপতি নির্বাচিত হয়ে শুরুতেই সবাইকে ধন্যবাদ জানান তাবিথ আওয়াল। বাফুফে সভাপতি হিসেবে সংবাদ মাধ্যমে নিজের প্রথম বক্তব্যে তিনি বলেন, ‘বিগত জুন, জুলাই এবং আগস্ট মাসে বিপ্লবী ছাত্র-জনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজকে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর মিডিয়ার মাধ্যমে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমর্থকদেরকে। ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের, আমাদেরকে আজকে নতুনভাবে নির্বাচিত করার জন্য।’

বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি আলাদা অনুরাগ কারোরই অজানা নয়। দেশের ফুটবলের শীর্ষ কর্তার চেয়ারে বসে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা পূরণে কাজ শুরু করতে চান তাবিথ। এ বিষয়ে তিনি বলেন, ‘আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুহূর্তে ফুটবল ফেডারশেনের দায়িত্ব হলো বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেওয়া। তাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কমিটিকে, তারা যে অবদান রেখেছেন। তবে আজকে থেকে আমরা জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করার উদ্দেশ্য নিয়ে দ্বায়িত্ব পালন করা শুরু করছি।’ 

এরপর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রশংসা করে এবং তার দিকনির্দেশনা নিয়ে বাংলাদেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করার কথা জানান তিনি। একইসঙ্গে বাফুফের গঠনতন্ত্র সংস্কার করারও আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমরা সকলেই একমত যে ফুটবলে আমরা সংস্কার আনতে চাই। এই কারণে আমরা শুরুতে গঠনতন্ত্র সংস্কার করার পদক্ষেপ হাতে নিবো। একই সঙ্গে ফুটবল যেন চলমান থাকে মাঠে, মানটা আরও উঁচু লেভেলে চলে যায়, সেই জায়গায় আমরা কাজ করতে চাই।’

এরপর নির্বাচনে বিজয়ী সবাইকে নিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যের কথা জানান তাবিথ আওয়াল। উল্লেখ্য, ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। এরপর ভোটগ্রহণ শেষে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি), সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ মোহাম্মদ করিম। ভোটগণনা শেষে শীগ্রই জানা যাবে নির্বাচিত ১৫ জন সদস্যের নাম।

Previous articleবাফুফের সহ-সভাপতি পদে বিজয়ী যারা
Next articleআত্মঘাতী গোলে কিংসের পরাজয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here