বহুল প্রতীক্ষিত বাফুফে নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাবিথ আওয়াল। এরসঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। আর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাসের শাহরিয়ার, ওয়াহিদ উদ্দিন চৌধুরী, সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম। ১৫ জন সদস্য পদেও ফলাফল এসেছে। তবে ১৪ জন নির্বাচিত হলেও ১৫ নং সদস্য পদে হয়েছে টাই!
বাফুফের ১৫নং সদস্য পদে সমান ৬১টি ভোট পেয়েছেন এখলাছ উদ্দিন ও সাইফুর রহমান মনি। তবে ১৫নং সদস্য হিসেবে যেকোনো একজনের নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। আর সেজন্যই এই দুজনের মধ্যে যেকোন একজন নির্বাচিত হবেন। সবশেষ নির্বাচনেও সহ-সভাপতি তাবিথ আওয়াল ও মহিউদ্দিন মহীর মধ্যে টাই হয়েছিল। পরবর্তীতে উপনির্বাচন আয়োজন করে বাফুফের নির্বাচন কমিশন।
এবারও সদস্যপদে এই টাই নিরসনে উপনির্বাচন আয়োজন করা হবে নাকি অন্য কোন উপায়ে একজনকে বেছে নেওয়া হবে সেটা এখনো জানায়নি বাফুফে নির্বাচন কমিশন। ধারণা করা হচ্ছে উপনির্বাচন আয়োজন করা হবে। এ বিষয়ে শীগ্রই বিস্তারিত জানাবে বাফুফের নির্বাচন কমিশন।