বাফুফে নির্বাচন শেষ হয়েছে প্রায় ৩ দিন হতে চললো, কাজী সালাউদ্দিনের যুগের সমাপ্তি ঘটিয়ে বাফুফের সভাপতির চেয়ারে বসেছে তাবিথ আওয়াল। সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীর জায়গায় এসেছেন ইমরুল হাসান। নতুনত্বের ছোয়া লাগিয়ে বাফুফের সদ্য নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ ই নভেম্বর।
নবগঠিত প্রথম সভায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তার মধ্যে অন্যতম হলো বাফুফের এ্যাডহক কমিটি এবং স্ট্যান্ডিং কমিটি গঠন। স্ট্যান্ডিং কমিটি ব্যতিরেকে বাফুফের নবগঠিত কমিটির প্রথম সভায় ব্যাংক হিসাব পরিচালনায় স্বাক্ষরকারীর মনোনয়ন নিয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বাফুফের ব্যাংক হিসাব পরিচালনায় স্বাক্ষরকারীদের মধ্যে পরিবর্তন এসেছিলো। আগে যেখানে সালাম মুর্শেদী এবং কাজী নাবিল আহমেদের এখতিয়ার ছিলো তা রাতারাতি পরিবর্তন হয়ে যায়। এই দুজনের মধ্যে নাবিল আহমেদ আত্মগোপন করলে ও সালাম মুর্শেদী পদত্যাগ করলে তাদের জায়গায় স্থলাভিষিক্ত হন ইমরুল হাসান এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
অন্যদিকে এএফসির সভায় অংশ নিতে গতকাল দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। তবে তিনি অনুষ্ঠানে সাফের সভাপতি হিসেবে অংশ নিচ্ছেন। তার সফর সঙ্গী হয়েছে এএফসির নির্বাহী কমিটি ও বাফুফের সদ্য নির্বাচিত সদস্য মাহফুজা আক্তার কিরণ। আজ সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও বাফুফের নতুন সভাপতি তাবিথ আওয়াল কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। এছাড়া গত ২৬ শে অক্টোবর কোরিয়ার সিউলে গেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।