এএফসি চ্যালেঞ্জ লীগে আজ আবারো মাঠে নামতে যাচ্ছে বসুন্ধরা কিংস। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে নাজমেহের বিপক্ষে পরাজয়ের পর বসুন্ধরা কিংস স্বভাবতই চাইবে এই ম্যাচে জয় পেতে। গত ম্যাচে ডিফেন্সে ভুলে আত্মঘাতী গোল হজম করেছিলো বাংলাদেশ। তাই এই ম্যাচে দলের রক্ষণভাগকে শক্তিশালী করতে চাইবে কোচ ভেলেরিও তিতা। ফলশ্রুতিতে রক্ষণের শক্তিমত্তা বাড়াতে তিতার একাদশে ফিরতে চলেছেন তারিক কাজী।
ইস্টবেঙ্গলের বিপক্ষে কেমন হতে পারে বসুন্ধরা কিংসের একাদশ সেটাই এখন দেখা যাক। বরাবরের মতো কিংসের গোলবারের দায়িত্বে থাকবেন আনিসুর জিকো। জিকো নাজমেহের বিপক্ষে বেশ ভালো করেছেন। আত্মঘাতী গোল হজম না করলে জিকোর কল্যাণে পয়েন্ট পেতে পারতো কিংস। ইস্টবেঙ্গলের আক্রমণ সামলাতে সেন্টারব্যাক পজিশনে থাকবেন তপু বর্মন এবং জাসুর জুমায়েব। অন্যদিকে লেফট ব্যাকে সাদ উদ্দিন ও রাইট ব্যাক পজিশনের দায়িত্ব নিতে মূল একাদশে ফিরছেন তারিক কাজী।
নিজেদের ডিফেন্স সলিড রাখতে দুই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে নিতে পারেন তিতা। সেই দুইজন হলো সোহেল রানা সিনিয়র এবং সোহেল রানা জুনিয়র। দুইজনেই ম্যাচে একজন আরেকজনের পিভট হিসেবে কাজ করবেন। ডিফেন্সের পাশাপাশি প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণের ধার বজায় রাখতে এটাকিং মিডফিল্ডে থাকবেন ব্রাজিলিয়ান জনাথন ফার্নান্দেজ। তবে এখনো পুরোপুরি ফিট না হওয়ায় মূল একাদশে দেখা যাবে না আরেক ব্রাজিলিয়ান মিগুয়েল ডামাসেনাকে।
দুই উইংয়ে গত ম্যাচে মতো অপরিবর্তিত থাকবে। রাইট উইংয়ে রাকিব হোসেন ও লেফট উইংয়ে থাকবেন ফয়সাল আহমেদ ফাহিম। গত ম্যাচে দলের নম্বর নাইন হিসেবে মূল একাদশে এসেছিলো মজিবুর রহমান জনি। পরবর্তীতে ইঞ্জুরিতে পড়ে তাকে মাঠ ছাড়তে হয়। তার বদলি হিসেবে নামা ভেলেরিকে এই ম্যাচে নম্বর নাইনের ভূমিকায় দেখা যাবে।