দেশে ফিরেছে সাফজয়ী নারীরা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো সাফের ট্রফি নিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গতকাল সাফ জয়ের পর আজ সকালেই ঢাকার উদ্দেশ্য নেপালের রাজধানী কাঠমুন্ডু ছাড়ে সাবিনারা,দুপুর সোয়া ২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে তারা।
গতকাল সাফ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ দল। স্বাগতিক নেপালের বিপক্ষে জয় পেতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বাংলাদেশকে। মাঠ ভর্তি নেপালী দর্শকের মাঝে চ্যালেঞ্জ বেড়ে যায় কয়েকগুণ। তবে স্বাগতিকদের চাপ দমিয়ে রাখতে পারে নি বাংলাদেশের নারী ফুটবলারদের। তারা ঠিকই জয় তুলে নিয়েছে।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশকে লিড এনে দেন মনিকা চাকমা। তবে লিড বেশীক্ষণ ধরে রাখতে পারে নি বাংলাদেশ। আশিমা কার্কির গোলে সমতা ফিরে পায় নেপাল। তবে ম্যাচের শেষদিকে এসে ঋতুপর্ণা চাকমার বাঁকানো শট জালে জড়ালে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এতে করে টানা দ্বিতীয়বারের মতো সাফ জয়ের গৌরব অর্জন করে নারী ফুটবলাররা।
জয়ের পরেই উচ্ছ্বাসে মেতে উঠে খেলোয়াড়, কোচিং স্টাফসহ খোটা বাংলাদেশ। সকলেই বাংলাদেশ দলের এই সাফল্যে খেলোয়াড়দের অভিনন্দন জানান। ট্রফি জয়ের পর আজ সকালেই ঢাকার উদ্দেশ্যে বিমানে উঠে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। কিছুক্ষণ আগে ট্রফি নিয়ে দেশের মাটিতে পা রেখেছে পিটার বাটলারের শিষ্যরা। এরপর দলের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফদের ছাদখোলা অভ্যর্থনা জানানো হবে।