টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে চারদিক প্রশংসায় ভাসছে নারী ফুটবল দল। বাহবার সঙ্গে পুরস্কৃতও হচ্ছে দেশের জন্য সম্মান বয়ে আনা দলটা। নেপাল থেকে সাফের শিরোপা নিয়ে দেশের ফেরার পর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী দলের জন্য ১ কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেন। এবার সে অর্থ বুঝে পাচ্ছে দলের সবাই।
ঘোষণা দেওয়ার ১১ দিনের মধ্যেই চেক বুঝে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চ্যাম্পিয়ন দলের ২৩ খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরাসহ মোট ৩২ সদস্যের নামে আলাদা আলাদা (৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে) চেক বাফুফের কাছে হস্তাস্তর করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার বাফুফে খেলোয়াড়দের মধ্যে এসব চেক বিতরণ করবে।
বাফুফের নতুন কমিটির যাত্রা শুরু হওয়ার পরপরই শিরোপা জয় করে নারীরা। বাফুফের নতুন কমিটিও মেয়েদের জন্য দেড় কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করে। শীগ্রই এই পুরস্কার তারা বিতরণ করবে বলেও জানা গেছে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারীদের এই সাফল্যের জন্য ২০ লক্ষ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করে।